গুগলে কোন কিছু সার্চ করতে হলে মাঝে মধ্যে না চাইলেও অ্যাডাল্ট  কন্টেন্ট এর সমুক্ষিন হতে হয়। গুগলের সার্ভিস ব্যবহার করে বিড়ম্বনায় পড়বেন গুগল সেটা কখনোই চায় না, তাই তো তারা চালু করেছে সেফ সার্চ! গুগল সেফ সার্চ হলো গুগলের এমন একটি পরিসেবা যার সহায়তায় যেকোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট এড়িয়ে যাওয়া সম্ভব।

সেফ সার্চ 

এই পরিসেবার মাধ্যমে গুগলের সার্চ রেজাল্ট ফিন্টার করা হয়। এবং এডাল্ট কন্টেন্ট গুলো রিমুভ করে দেওয়া হয়। যা ছোটো বাচ্চাদেরকে নিরাপদে ইন্টারনেট চালানোর সুযোগ করে দেয়।
অবশ্য এটি সম্পূর্ণ রূপে ফিল্টার করতে পারে না। কিন্তু এটা ব্যাবহার করে হতাশ হবেন তাও কিন্তু নয়।
গুগল সেফসার্চ কম্পিউটার, স্মার্টফোন সহ যেকোনো ধরনের ইন্টারনেট ওয়ালা ডিভাইসে ব্যাবহার করতে পারবেন।

কিভাবে সেফসার্চ সেটিংস টি চালু করে হয়? 

এখানে মোবাইল অ্যাপ ও ওয়েব ব্রাউজার ব্যবহার করে দুটি আলাদা পদ্ধতি উল্লেখ করা হলো।

আপনি যদি কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেটের ওয়েব ব্রাউজার ব্যবহার করে গুগল সেফ সার্চসেটিংস টি চালু করতে চান তবে নিচের স্টেপ গুলো অনুসরণ করুন। 
স্টেপ ১:  আপনার পছন্দের একটি ব্রাউজারে গুগল এর ওয়েবসাইট চালু করুন।
স্টেপ ২: মোবাইল ব্রাউজার হলে উপরে বামদিকের মেনুতে ক্লিক করে সেটিংস চালু করুন। আর কম্পিউটার ব্রাউজার হলে নিচে ডান দিকের সেটিংস বাটনে ক্লিক করুন।
স্টেপ ৩: এখান থেকে সেফ সার্চের অপসন টি খুজে পাবেন। এখন আপনার নিজের ইচ্ছা অনুযায়ী সেটি চালু অথবা বন্ধ করতে পারেন।
স্টেপ ৪: এবার একটু নিচে এসে Save এ ক্লিক করে সেটিংসটি সেভ করে নিতে পারেন।

আর আপনি যদি সোবাইল অ্যাপ থোকে সেফ সার্চ সেচিং টি অন করতে চান তবে নিচের স্টেপ গুলো ফলো করতে পারেন। 
স্টেপ ১: সবার আগে ফোনের গুগল অ্যাপ টি ওপেন করুন।
স্টেপ ২: উপরে বাম দিকের প্রফাইল চবিটিতে ক্লিক করুন( যদি জিমেইল লগিন করা না থাকে তবে সেটিংস লোগো দেখতে পারবেন।)
স্টেপ ৩: সেটিংস অপসন টিতে আলতো চাপুন।
স্টেপ ৪: এবার আপনার নিজের ইচ্ছা অনুযায়ী সেফ সার্ট অপসন টি চালু অথবা বন্ধ করতে পারেন।
স্টেপ ৫: সব শেষে সেভ বাটনে ক্লিক করে সেটিংস টি সেভ করে নিন।

এই ছিলো আজকের পোস্ট। আশা করি এ থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন।
এইরকম আরো পোস্ট পেতে ন্যানোব্লগ নিয়মিত ভিজিট করতে থাকুন। বিভিন্ন পিডিএফ ইবুক পেতে ইবুক বাই ন্যানোব্লগ ভিজিট করুন। আল্লাহ হাফেজ।

Post a Comment

Previous Post Next Post