কম সময়ে কিছু শিখানোর উদ্দেশ্যে চালু করলাম মিনি টেক সিরিজ। যার সাহায্যে ২ মিনিটে কোনো টেকনিক শিখে নিতে পারেন।
এই পোস্টে জানব কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের ডেভেলপার অপশন চালু করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আসল কাজে আসি।
অ্যান্ড্রয়েডে ডেভেলপার অপশন সেটিংসে থাকে। বিভিন্ন স্মার্টফোন কোম্পানি ও অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী নিয়মের তারতম্য হতে পারে। আমি এটি অ্যানড্রয়েড স্টক ওএস ৭.১ এর মাধ্যমে স্টেপ বাই স্টেপ করে দেখাব।
স্টেপ ১: সবার প্রথমে তো সেটিংসে প্রবেশ করতে হবে। এবং নিচে স্ক্রোল করে About Phone খুজে বের করতে হবে।
এই পোস্টে জানব কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের ডেভেলপার অপশন চালু করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আসল কাজে আসি।
অ্যান্ড্রয়েডে ডেভেলপার অপশন সেটিংসে থাকে। বিভিন্ন স্মার্টফোন কোম্পানি ও অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী নিয়মের তারতম্য হতে পারে। আমি এটি অ্যানড্রয়েড স্টক ওএস ৭.১ এর মাধ্যমে স্টেপ বাই স্টেপ করে দেখাব।
স্টেপ ১: সবার প্রথমে তো সেটিংসে প্রবেশ করতে হবে। এবং নিচে স্ক্রোল করে About Phone খুজে বের করতে হবে।
স্টেপ ২: About Phone'এ ক্লিক করে আবার নিচে স্ক্রোল করুন। এবং Software Version নাসের একটি অপসন দেখতে পাবেন। (Software Version লিখে সার্চ করলে খুজে পেতে অসুবিধা হবে না)
Post a Comment