কোন ব্লগার ওয়েবসাইট যখন মোবাইল থেকে ভিজিট করেন তখন অবশ্যই খেয়াল করলে দেখবেন যে ব্রাউজারের অ্যাড্রেসবারে ওয়েবসাইটির লিংক এর পরে ?m=1 এই রকম একটি লেখা থাকে। এতে করে ব্রাউজারে ওয়েবসাইট টির লিংক অনেক খারাপ দেখতে লাগে। আপনি যদি চান এটা রিমুভ করে দিতে তবে এই পোস্ট টি মনযোগ দিয়ে পড়ুন। এই পোস্টটি স্পেশালি তাদের জন্য যাদের একটি ব্লগার ওয়েবসাইট আছে। 

আরো পড়ুন 

কিভাবে ব্লগার সাইট এর লিংক থেকে ?m=1 দুর করবেন? 
প্রথমে ব্লগার ড্যাসবোর্ডে প্রবেশ করুন। এবার ব্লগার মেনু থেকে থিম অপশনে চলে যান এবার ব্লগার টেমপ্লেটের পাশে থাকা ৩ ফোটা ওয়ালা মেনুতে ক্লিক করে ইডিট টেমপ্লেট অপশনে ক্লিক করুন। আপনার ব্লগার সাইট থাকলে আপনি হয়তো এভাবে অনেক বার ইডিট করেছেন। 

এবার আপনার সামনে টেমপ্লেট এর সকল কোড গুলো চলে আসবে। সেখান থেকে
<head>
ট্যাগটি খুজে বের করুন। হেড ট্যাগ খুজে পেতে আপনাকে খুব বেশি স্ক্রোল করতে হবে না। হেড ট্যাগ খুজে পেলে এই ট্যাগ এর ভেতরে আপনাকে নিচের কোড টি দিতে হবে। 
<script>/*<![CDATA[*/ var uri = window.location.toString(); if (uri.indexOf("%3D","%3D") > 0) { var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D")); window.history.replaceState({}, document.title, clean_uri);} var uri = window.location.toString(); if (uri.indexOf("%3D%3D","%3D%3D") > 0) { var clean_uri = uri.substring(0, uri.indexOf("%3D%3D")); window.history.replaceState({}, document.title, clean_uri);} var uri = window.location.toString(); if (uri.indexOf("&m=1","&m=1") > 0) { var clean_uri = uri.substring(0, uri.indexOf("&m=1")); window.history.replaceState({}, document.title, clean_uri); } var uri = window.location.toString(); if (uri.indexOf("?m=1","?m=1") > 0) { var clean_uri = uri.substring(0, uri.indexOf("?m=1"));window.history.replaceState({}, document.title, clean_uri);}; var protocol=window.location.protocol.replace(/\:/g,''); if(protocol=='http'){ var url=window.location.href.replace('http','https'); window.location.replace(url);} /*]]>*/</script>
কোড টি হেড ট্যাগের ভেতরে দেওয়ার পরে সেভ করুন। 

এখন আপনার ব্লগার ওয়েবসাইট ভিজিট করুন। দেখবেন যে ?m=1 লেখাটি হাওয়া হয়ে গেছে। এবং আপনার ওয়েবসাইটের লিংক টি প্রফেশনাল ওয়েবসাইট গুলোর মতো দেখাচ্ছে। 

তো বন্ধুরা এই পোস্টটিতে আমি যেই কোড টি দিলাম সেটা দিয়ে যেকোন ব্লগার ওয়েবসাইট এর ?m=1 লেখাটি রিমুভ করতে পারবেন, আশা করি। 

আর হ্যা, এই পদ্ধতিতে আপনার ওয়েবসাইট এর এসইওতে কোন প্রকার ক্ষতি হবে না। এবং এটা সম্পুর্ণ নিরাপদ। 

এই পোস্টটি এখানেই শেষ করতে হচ্ছে। যেকোন প্রয়োজনে আমাকে ফেসবুকে মেসেজ করুন। সবসময় টেকনোলজিতে আপডেট থাকতে ন্যানোব্লগ এর ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন। 

ক্রেডিট: স্ক্রিপ্ট টি https://www.insurancefinances.com/2019/07/how-to-remove-m1-and-m0-in-blogger.html এই ওয়েবসাইট থেকে নেওয়া।

Post a Comment

Previous Post Next Post