ইন্টারনেটের সাথে সম্পৃক্ত হলে অবশ্যই আপনি বিভিন্ন ফাইল ডাউনলোড করেছেন। আর ডাউনলোডের সবচেয়ে প্যারাময় ব্যাপার কী জানেন? ডাউনলোড ফেইল্ড হয়ে যাওয়া! আপনি হয়তো এই প্যারাতে আনেক বার পরেছেন। তাই হয়তো এর জন্য সমাধান খুজতেছেন।
এক জিবির একটা মুভি যদি অর্ধেক ডাউনলোড করে ফেইল হয়ে যায় তবে দুঃখের শেষ থাকে না। তখন আপনার মন চায় ইস! যদি ডাউনলোড টা আবার আগের যায়গা(যেখান থেকে ফেইল্ড হয়েছিল) থেকে শুরু হতো।
“এই আর্টিকেলে আপনি সেটাই শিখবেন, তো চলুন শুরু করি”
ডাউনলোড ফেইল্ড সমস্যার সমাধান করার জন্য আপনার একটি সফটওয়্যার এর প্রয়োজন। সেই সফটওয়্যার টির নাম IDM (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার)। গুগল প্লে স্টোরে আইডিএম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তাও আপনাদের শুবিধার্থে সফটওয়্যার টির ডাউনলোড লিংক দিয়ে দিলাম। সফটওয়্যার টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
আর হ্যা, আপনাকে এই IDM দিয়েই ফাইল ডাউনলোড করতে হবে। অন্য কোনো সফটওয়্যার দিয়ে ডাউনলোড করলে এই সফটওয়্যার আপনার কোন কাজে আসবে না।
IDM দিয়ে ফাইল ডাউনলোড করতে আইডিএম সফটওয়্যার টিতে প্রবেশ করুন। এখন উপরের পৃথিবী আইকনে(ব্রাউজার) ক্লিক করে আইডিএম এর ডিফল্ট ব্রাউজার চালু করুন।
এখন আপনি যে ওয়েবসাইটে ডাউনলোড করেন সেখানে গিয়ে আপনার পছন্দের ফাইলটি (যেমন: গান, মুভি, সফটওয়্যার ইত্যাদি) ডাউনলোড করতে চেষ্টা করুন। দেখবেন ব্রাউজার থেকে একটি উইন্ডো আসবে নিচের স্ক্রিনশট এর মতো।
আপনি যদি সেলুলার ইন্টারনেট(সিম থেকে ইন্টারনেট) ব্যাবহারকারী হয়ে থােকেন স্ক্রিনশটে মার্ক করা WiFi Only এর চেকবক্স টি তুলে দিতে হবে।
এবার স্টার্ট বানটিতে ক্লিক করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে।
এবার মনে করুন, ডাউনলোড রত অবস্থায় আপনার ফোনটি বন্ধ হয়ে গেল। সচরাচর এমনটাই হয়, কখনো চার্জ শেষ হয়ে আবার কখনো বা এমবি ফুরিয়ে গেলে। বা ডাউনলোড করতে করতে কখনো ফেইল্ড হয়ে যায়।
আপনি দেখছেন ডাউনলোড আটক হয়ে গেছে। বা দেখতে পাচ্ছেন Access forbidden by server. Please refresh download link একটি লেখা।
ভয় পাবেন না। এবার দেখাব আসল খেল।
এখন আপনাকে ডাউনলোড লিংক রিফ্রেশ করতে হবে। কারন আপনি যে ফাইল টি ডাউনলোড করছিলেন সেটার ডাউনলোড লিংক এক্সপায়ার হয়ে গেছে। সহজ ভাষায় বলতে গেলে ডাউনলোড লিংক পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি যদি আবার আগের যায়গা থেকে(মানে যেখান ডাউনলোড ফেইল্ড হয়ে গেছে) ফাইলটি ডাউনলোড করতে চান তবে সেই ফাইলের ডাউনলোড লিংক নতুন করে ঠিক করে দিতে হবে। আর একেই বলে লিংক রিফ্রেশিং।লিংক রিফ্রেশ করার জন্য আপনি আগে যেভাবে ফাইলটি ডাউনলোড করেছিলেন একই পদ্ধতিতে কাজ করুন(ডাউনলোড করার চেষ্টা করুন, মানে ডাউনলোড করার উইন্ডো টি নিয়ে আসুন)। এবার কিন্তু স্টার্ট করবেন না। এবার ফাইলের ডাউনলোড লিংকটিতে ক্লিক করে ফাইলের লিংক টি কপি করে নিয়ে নিন। আরো ভালো ভাবে বুঝতে নিচের স্ক্রিনশট দেখুন।
লিংক কপি করার পরে ব্রাউজার খেকে আবার আইডিএমে ফিরে আসুন। (ব্রাউজারের ডান দিকের মেনু থেকে Return to IDM এ ক্লিক করে)।
যে ফাইল ফেইল্ড হওয়া ফাইলটির ডান পাসের থ্রী ডট ওয়ালা মেনুতে ক্লিক করুন। যেমনটা নিচের স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন।
বুম, আপনি হয়তো খুব খুশি জয়ে যাবেন। কারন আপনার সাধের এমবি গুলো বাঁশ গেল না। আপনি হয়তো তখন ভাববেন যে আপনি সপ্ন দেখতেছেন। কারন আপনার ডাউনলোড আবার সেখান থেকেই শুরু হয়ে গেছে।
বিশেষ সতর্কতা কোনো ফাইল ডাউনলোড করার সময় যদি Resume : No আসে (নিচের স্ক্রিনশটে দেখানো লাল কালারে মার্ক করা এর মতো) তবে লিংক রিফ্রেশ মেথড কাজ নাও করতে পারে।
সবশেষে একটাই অনুরোধ, আর্টিকেল টি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তবে একটা কমেন্ট অবশ্যই করবেন। আর ন্যানোব্লগ এর অফিশিয়াল ফেসবুক পেজে লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের টেকনোলজিস সম্পর্কিত ফেসবুক গ্রুপ টিকে জয়েন করতে পারেন। আবারো ফিরে আসবো অন্য কোনো আর্টিকেলে নিয়ে। আল্লাহ হাফেজ।
awesome
ReplyDeleteঅসংখ্য ধন্যবাদ।
Deleteভাই গুগলে ড্রইবের ফাইল গুলা sign হচ্ছেনা কেন নিচের লেখা গুলা আসে(
ReplyDeleteuthorisation Error
Error 403: disallowed_useragent
Google can’t sign you in safely inside this app. You can use Google sign-in by visiting this app’s website in a browser like Safari or Chrome.)
Post a Comment