অনলাইন ইউজারদের সবচেয়ে প্রয়োজনীয় একাউন্ট হলো গুগল অ্যাকাউন্ট। বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করার জন্য হলেও আমাদের একটি গুগল একাউন্ট প্রয়োজন। এভাবে বিভিন্ন প্রয়োজনে আমরা একাধিক গুগল একাউন্ট তৈরি করি। আবার প্রয়োজন শেষ হয়ে গেলে আমরা তা ফেলে রাখি। এতে করে আমাদের গুগল অ্যাকাউন্ট এর বিরাট একটি ঢাড্ডা তৈরি হয়। এখন আপনি যদি চান তো সেই একাউন্ট গুলো ডিলেট করতে পারেন। 2 Minute Tricks এর এই পর্বে দেখানো হবে কিভাবে একটি গুগল একাউন্ট ডিলেট করতে হয়।
গুগল অ্যাকাউন্ট ডিলেট করার পদ্ধতি
সবার প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। এবার অ্যাড্রেসবারে লিখুন myaccount.google.com এবং এন্টার করুন। এবার ব্রাউজারে যদি কোন একাউন্ট সাইন ইন করা না থাকে তবে যে একাউন্ট টি ডিলেট করতে চান সেটা সাইন ইন করুন। ইতিমধ্যে সাইন ইন করা থাকলে সরাসরি একাউন্ট ম্যানেজার চলে আসবে সেখান থেকে দেখে নিন এটা কোন একাউন্ট, তা না হলে হয়তো দরকারি একাউন্ট ডিলেট করে ফেলবেন। এখন যে একাউন্ট টি ডিলেট করতে চান সেটাতে সরাসরি প্রবেশ করলে ভালো নাহলে টপ রাইট কর্নারে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করে কাঙ্ক্ষিত একাউন্ট টি সিলেক্ট করুন। অথবা প্রয়োজনে কাঙ্খিত গুগল একাউন্ট টি সাইন ইন করুন যেটা আপনি ডিলেট করতে চান।
সাইন ইন করার সাথে সাথে কাঙ্খিত গুগল একাউন্ট এর ম্যানেজমেন্ট সেটিংস গুলো চলে আসবে। এবার ডান পাসে থাকা Data & personalization ট্যাবে ক্লিক করুন। সেখান থেকে একটু নিচে স্ক্রল করে Delete a service or your account অপশনে ক্লিক করুন।
পরবর্তিতে একটি নতুন পেজ আসবে। সেখান থেকে Delete Your Account অপশনে ক্লিক করুন।
এবার একাউন্ট এর জন্য আবার পাসওয়ার্ড চাওয়া হবে, পাসওয়ার্ড দিয়ে Continue তে ক্লিক করুন। পাসওয়ার্ড দেওয়ার আগে অবশ্যই ইমেইল অ্যাড্রেস টি দেখে নিন যে সেখানে সেই ইমেইল টি আছে কি না, যেটা আপনি ডিলেট করতে চান। না থাকলে সেখানে ইমেল অ্যাড্রেসে ক্লিক করে একাউন্ট পরিবর্তন করে নিন।
এবার আসবে একাউন্ট ডিলেট করার পেজটি। সেখান থেকে একেবারে নিচে স্ক্রল করে চেকবক্স দুটি চেকড করে ডিলেট একাউন্ট বাটনে ক্লিক করুন। এবং আরেকবার টপ রাইট থেকে ক্লিক করে দেখে নিন সেই অ্যাকাউন্ট কি না।
ডিলেট সম্পন্ন হলে একটি মেসেজ দেখতে পাবেন। ডিলেট করার পরে হতে খুব কম সময় থাকবে একাউন্ট রিকভার করার জন্য। কিভাবে একাউন্ট রিকভার করবেন সেটা আর এই আর্টিকেলে বলছি না।
এবার আপনার ফোনে যদি কোন নোটিফিকেশন আসে Account action required নামে তবে জাস্ট ইগনর করুন। যদি একাউন্ট টি রিকভার করতে চান সে জন্যই এই নোটিফিকেশন।
গুগল একাউন্ট আমাদের অনেক দরকারি। সেখানে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ডেটা থাকে যেগুলও ডিলেট হয়ে গেলে আর ফিরে নাও পেতে পারেন। তাই আপনি যদি গুগল একাউন্ট সত্যিই ডিলেট করতে চান তবে ভালো ভাবে যাচাই করে নিবেন যে সেটা আসলেই অপ্রয়োজনীয় কি না।
এই আর্টিকেল এর এখানেই ইতি টানছি। আশাকরি বুঝতে পেরেছেন। ফেসবুকে আমাদের সাথে থাকুন। আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। বাই।
Thumbnail: Thanks to Charles Deluvio for sharing their work on Unsplash.
bro can you give me this theme
ReplyDeletei can
DeletePost a Comment