ইউটিউব আপনাকে সার্চ হিস্টোরি ক্লিয়ার এবং সেভ না করা দুটি সুবিধাই দিয়েছে। আপনি চাইলে নিজে থেকে সার্চ হিস্টোরি ক্লিয়ার করতে পারেন আবার চাইলে সার্চ হিস্টোরি বন্ধ করতে পারেন।
এখন আসুন দেখে নেই কিভাবে এটা করতে হয়।
সবার আগে তো ইউটিউব অ্যাপ চালু করতে হবে। এবার উপরে ডান দিকে প্রফাইল ছবির একটা আইকন আছে সেটাতে ক্লিক করুন।
এবার নিচে দেখতে পারবেন সেটিংস সেটাতে ক্লিক করুন
এবার History & Privacy তে প্রবেশ করুন।
Pause Search History অপসন চালু করে সার্চ হিস্টোরি বন্ধ করতে পারেন।
বোনাস হিসেবে আরো থাকছে ওয়াচ হিস্টোরি বন্ধ করবেন কিভাবে, Pause Search History অপসনের উপরে দেখুন Pause Watch History নামের একটা অপসন আছে সেটা চলু করে আপনি ওয়াচ হিস্টোরি বন্ধ করতে পারেন।
এই পোস্ট এখানেই শেষ করতেছি। আশা করি পোস্ট টি আপনার কাজে লাগবে। আমাদের সাইটের সাথেই থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
Post a Comment