কোন স্ক্রিনশটে মোবাইল এর ফ্রেমে লাগানো অনেক ঝামেলার কাজ। এর জন্য প্রথমে গুগল থেকে একটি মোবাইলের ফ্রেম ডাউনলোড করতে হয। তারপরে কোন ফটো এডিটিং অ্যাপ এর মাধ্যমে স্ক্রিনশট এবং ফ্রেম যায়গামতো ফিট করতে হয। আরো কত ঝামেলা যেটা কেউ একবার করলেই দ্বিতীয় বার আর করতে চাইবে না।
কিন্তু যদি এই কাজটি এক ক্লিকে হয়ে যেত? হ্যা, বন্ধুরা এটা আপনি এক ক্লিকে মানে অনেক সহজ ভাবে করতে পারবেন। তো আসুন দেখে নেই, কিভাবে কোন ধরনের ঝামেলা ছাড়াই স্ক্রিনশটে মোবাইল ফ্রেম লাগানো যায়।
এই কাজটি করার জন্য একটি অ্যাপ এর প্রয়োজন হবে। যার নাম স্ন্যাপমোড (Snapmod)। অ্যাপ টি ডাউনলোড করুন এখান থেকে। অ্যাপটির সাইজ মাত্র ১০ এমবি এর মতো হবে।
ডাউনলোড শেষে ওপেন করুন। প্রথমবারের জন্য অ্যাপটির ইন্ট্রো দেখতে পাবেন। ইন্ট্রো শেষ করতে ডান থেকে বামে সুইপ করুন। শেষ ইন্ট্রোতে Congratulations মেসেজ দেখতে পাবেন তখন নিচে থাকা Done বাটনে ক্লিক করুন।
এবার নিচের স্ক্রিনশটের মতো একটি ইন্টার্ফেস দেখতে পাবেন। তখন মাঝখানে থাকা মোবাইল ফ্রেমের মতো দেখতে যায়গাটিতে ক্লিক করুন। অথবা বটোম-লেফ্ট কর্নারে থাকা সেটিংস মেনুতে ক্লিক করে Model অপশন টিতে ক্লিক করুন।
এবার বিভিন্ন মোবাইলের মডেল এবং তার পাশে সে মডেলের ফটো দেখতে পাবেন। এগুলো আপনাকে ডাউনলোড করতে হবে। এজন্য অবশ্যই ইন্টারনেট সংযোগ দিয়ে রাখবেন।
ডাউনলোড শেষ হলে ডাউনলোড লেখা টির স্থানে Use অপশন দেখতে পাবেন। তখন Use অপশনে ক্লিক করুন।
দেখবেন মোবাইল এর ফ্রেম চলে এসেছে। এরপরে ফ্রেমের ভেতরে স্ক্রিনশট দিতে উক্ত ফ্রেম টিতে ক্লিক করুন।
এবার সব স্ক্রিনশট গুলো দেখতে পাবেন আর উপরের Screenshot লেখাতে ক্লিক করে অন্য ফোল্ডারের স্ক্রিনশট দিতে পারবেন।
এবার দেখুন স্ক্রিনশটটি খাপে খাপ মিলে গেছে। এখন আপনি নিচে ডান দিকের কিছু অপশন থেকে ব্যাকগ্রাউন্ড কালার, মোবাইলের ফ্রেমের কালার ইত্যাদি পরিবর্তন করে নিতে পারবেন। এবং একই যায়গায় সেভ করার অপশন ও পেয়ে যাবেন।
তো, আর্টিকেল টি কেমন লাগলো। কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত টেক আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন।
Post a Comment