আমাদের ফোনে বিভিন্ন ব্যাক্তিগত অডিও ভিডিও থাকে যেগুলো আমরা চাইনা যে অন্যকেউ দেখুক। তাই আমরা সেগুলো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে লক বা হাইড করে রাখি। এজন্য আমাদের এখাধিক অ্যপস ইন্সটল করতে হয়। কিন্তু আজকাল আমাদের নিত্য ব্যবহারিত অ্যপ গুলোতে বিভিন্ন নতুন ফিচার আসতেছে। এরই ধারাবাহিকতায় আমাদের বহুল ব্যবহৃত অ্যাপ এমএক্স প্লেয়ার নিয়ে এসেছে ফাইল হাইড করার সুবিধা। তাই আসুন, এই পোস্টে আমরা শিখি খিভাবে এমএক্স প্লেয়ার দিয়ে ফাইল হাইড করতে হয়। 

বন্ধুরা এমএক্স প্লেয়ার দিয়ে ফাইল হাইড করতে হলে আমাদেরকে আগে এর লেটেস্ট ভার্সনটি ইন্সটল করতে হবে। এর জন্যে এখানে ক্লিক করে আগে আপডেট ভার্সন টি ইন্সটল করুন। 

আপডেট ইন্স্টল করা হয়ে গেলে ওপেন করুন দেখবেন এর ডিজাইন টি পরিবর্তন হয়ে গেছে। অ্যাপটিতে আপনি টপ-লেফ্ট কর্ণারে একটি মেনু বাটন দেখতে পাবেন। মেনুতে ক্লিক করলে বাম পাশ থেকে একটা ড্রয়ার বের হয়ে আসবে। 


এবার সেখানে যদি একটু ভালো ভাবে লক্ষ করেন তবে Private Folder নামে একটি অপশন দেখতে পাবেন। সাধারনত এটাই আপনার এমএক্স প্লেয়ারের গোপন ফোল্ডার । যেখান থেকে নতুন ফাইল হাইড করতে পারবেন। এবং সব হাইড করা ফাইল গুলোও দেখতে পারবেন। 


বিঃদ্রঃ প্রাইভেট ফোল্ডার হওয়ায় সেই স্টেপ গুলোর জন্য স্ক্রিনশট নেওয়া যাচ্ছে না।

প্রাইভেট ফোল্ডারে যাওয়ার পরে যেকোন একটি ভিডিও হাইড করতে হবে। এজন্য প্লাস আইকনে ক্লিক করে কোন একটা ফোল্ডার থেকে একটি ভিডিও সিলেক্ট করুন এবং নিচের Add Now বাটনে ক্লিক করুন। 

প্রথমবার কোন ভিডিও হাইড করার ফলে সিকিউরিটির জন্য একটি পিন কোড দিতে হবে। কনফার্মেশন এর জন্য আবারো একই পিন কোড ব্যবহার করতে হবে । আর হ্যা, এর পর থেকে প্রাইভেট ফোল্ডারে প্রবেশ করতে সেই পিন কোড ব্যবহার করতে হবে। 

এবার আপনি যদি কখনো পিন কোড টি ভুলে যান, এ থেকে বাঁচতে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে যাতে করে পিন কোড টি রিকভার করতে পারেন। 

এভাবে আপনি এমএক্স প্লেয়ারেে মাধ্যমে ভিডিও অডিও হাইড করে রাখতে পারবেন। 

আপনি চাইলে বাইরে থেকেই যে কোন ভিডিও হাইড করতে পারবেন। এজন্য কাঙ্খিত ভিডিওটির ডান পাশে থাকা থ্রী ডট অপশনে ক্লিক করে Lock In Private Folder সিলেক্ট করুন। একটি পপ আপ আসবে, সেখান থেকে Add বাটনে ক্লিক করলেই হাইড হয়ে যাবে। 



যেভাবে এমএক্স প্লেয়ার থেকে হাইড করা ফাইল আনহাইড করবেন। 
ইতিমধ্যে হাইড করা ফাইল গুলো আনহাইড করার জন্য আপনাকে প্রাইভেট ফোল্ডারে প্রবেশ করবে হবে। 

এখানে আপনি সব হাইড করা ফাইল গুলো দেখতে পারবেন। এবার যে ফাইল টি আনহাইড বা আনলক করতে ভিডিও টির পাশে থাকা ৩ ডট মেনু অপশনে ক্লিক করুন। এবং Unlock সিলেক্ট করুন। 

এভাবে কোন হাইড করা ফাইল আনহাইড বা আনলক করতে পারবেন।

1 Comments

Post a Comment

Previous Post Next Post