মুভি প্রেমিরা শুধু মাতৃভাষাই নয়, যেকোন ভাষারই মুভি দেখতে পছন্দ করে থাকে। কিন্তু আলাদা কোন ভাষায় মুভি দেখলে তো আর ভাষা গুলো বুঝা যায় না। এতে করে মুভি দেখার মজা টাই নষ্ট হয়ে যায়। এ ক্ষেত্রে সমাধান হিসেবে ব্যবহার করতে হয় সাবটাইটেল।
মুভি প্রেমিরা এবিষয়ে ভালো ভাবেই অবগত। কিন্তু আপনি যদি এ বিষয়ে না জেনে থাকেন তবে এই পোস্ট এর মাধ্যমে জেনে নিতে পারবেন।
সাবটাইটেল কী?
সাবটাইটেল হলো একধরনের ফাইল। যেটাতে মুভির সংলাপ গুলো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী দেওয়া থাকে। এর ফলে মুভির কোন অভিনেতা যদি কোন কথা বলে তবে কথার সাথে সাথে মিল করে লেখা প্রদর্শিত হয়। এজন্য কোন মুভি যদি আলাদা কোন ভাষায় হয় তবে সাবটাইটেল এর মাধ্যমে নিজ মাতৃভাষাতে মুভিটি উপভোগ করার সুবিধা থাকে।
আমাদের বাংলা ভাষায় অনেক জনপ্রিয় সাবটাইটেল অনুবাদক আছে। তারা বিভিন্ন বিদেশি মুভি বাংলা ভাষায় অনুবাদ করে থাকেন।
অ্যান্ড্রয়েড ফোনে সাবটাইটেল ব্যবহার করে মুভি দেখার পদ্ধতি।
এখনকার দিনে বিনোদনের জন্য মানুষ কম্পিউটার এর থেকে মোবাইল কেই বেশি ব্যবহার করে। এজন্য এই পোস্টে অ্যান্ড্রয়েড ব্যবহার করে পদ্ধতিটি দেখান হলো।
মুভিতে সাবটাইটেল ব্যবহার করার জন্য সবার আগে সাবটাইটেল ডাউনলোড করা দরকার। এজন্য চলে যান Subscene.com এই ওয়েবসাইটে। এবং সার্চ বক্সে মুভিটির নাম লিখে সার্চ করুন। অনেকেই সাবটাইটেল খুজতে খুজতে হয়রান হয়ে যায় তাই নিচে সাবটাইটেল ডাউনলোড এর সহজ পদ্ধতি দেওয়া হলো।
বানান শুদ্ধ করতে মুভিটির নাম আগে গুগল থেকে সার্চ করে সঠিক বানান টি কপি করে নিতে পারেন। কারন সাবসিনস ওয়েবসাইট টিতে মুভিএর নাম ভুল করলে সাবটাইটেল খুজে পেতে অসুবিধা হয়।
সার্চ করলেই বিভিন্ন রেজাল্ট আসবে। সেখান থেকে আপনার সার্চ করা মুভিটির নাম সংবলিত লিংকে ক্লিক করতে হবে।
এবার বিভিন্ন ভাষার মধ্যে বাংলা ভাষা খুজুন। তারপর বাংলা ভাষায় দেওয়া সাবটাইটেল লিংকটিতে ক্লিক করলেই ডাউনলোড পেজে নিয়ে যাবে।
এবার ডাউনলোড বাটনে ক্লিক করে সাবটাইটেল টি ডাউনলোড করে নিন।
কিভাবে সাবটাইটেল মুভিতে সেটাপ করবেন?
সাবটাইটেল টি একটি জিপ ফাইলে ডাউনলোড হবে। তাই আনজিপ করার জন্য Mixplorer অ্যপটি ব্যবহার করতে পারেন।
আরো কিছু পোস্ট পড়ুন:
মিক্সপ্লরার অ্যপটি দিয়ে জিপ ফাইলে ক্লিক করলেই ভেতরের ফাইল গুলো তেখতে পাবেন। তখন .srt এক্সটেনশন সংবলিত ফাইল টি কপি করুন এবং যে ফোল্ডারে মুভি আছে সেই ফোল্ডারেই সাবটাইটেল ফাইলটি রাখুন।
এবার মুভিটি যে নামে আছে সেই নামে সাবটাইটেল ফাইলটি রিনেম করুন। ঠিক নিচের উদাহরণ অনুযায়ী। মুভি নাম: In The Heart Of The Sea 2015.mkv , সাবটাইটেল নাম: In The Heart Of The Sea 2015.srt ঠিক এভাবে।
এবার এমএক্স প্লেয়ারে মুভি চালু করুন দেখবেন সাবটাইটেল আইকন চলে এসেছে। সেখানে ক্লিক করে সাবটাইটেল সিলেক্ট করেদিন। কাজ শেষ।
এবার সাবটাইটেল দিয়ে মুভি উপভোগ করুন। যদি ভয়েস এর সাথে সাবটাইটেল না মিলে তবে এর সমাধান দেখুন।
যদি সাবটাইটেলটি এমএক্স প্লেয়ারে দেখতে না পান তবে এভাবে নিয়ে আসুন।
এমএক্স প্লেয়ারে মুভিটি প্লে করুন এবং টপ-রাইটে থাকা থ্রি ডট মেনুকে ক্লিক করে সাবটাইটেল অপশনে ক্লিক করুন। এবার ওপেন অপশনে ক্লিক করুন এতে করে ফোনের ফোল্ডার গুলোতে চলে যাবেন। এখন আপনি যদি একই ফোল্ডারে সাবটাইটেল রাখেন তবে সাবটাইটেলটি সহযে পেয়ে যাবেন। তখন সাবটাইটেলে ক্লিক করে সাবটাইটেল টি মুভিতে অ্যাড করে নিন।
অসাধারণ.....
ReplyDelete🙂
DeletePost a Comment