আপনি কি সেলুলার ইন্টারনেট ব্যবহার করেন। আমি আপনার কষ্ট বুঝি। কারন আমিও সেলুলার ইন্টারনেট ব্যবহার করি।
সেলুলার ইন্টারনেট ব্যবহারকারী দের এমবি কিনতে কিনতে ফতুর হতে হয় এটা আর নতুন করে বলা লাগেনা। তার উপরে আমাদের দেশে ইন্টারনেট ডাটার যা দাম!
এমতাবস্থায় আমরা চাই এমবি খরচ টা একটু কম হোক কিন্তু অ্যান্ড্রয়েড তো নাছোরবান্দা! ইন্টারনেট কানেকশন পাওয়ার সাথে সাথে এমবির বারোটা বাজাতে শুরু করে। তাই এই পোস্টটি লিখতে বসলাম।
এই পোস্টে এমন একটা অ্যাপ সম্পর্কে বলব যেটা আপনার বহু মেগাবাইট বাঁচিয়ে দিতে পারে। তো আসুন অ্যাপটি সম্পর্কে জেনে নেই।
অ্যাপ এর নাম DataEye । সাইজ ৫ এমবি। প্লে স্টোর থেকে ইতিমধ্যে ১০ লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। এবং এর রেটিং ৪.৫ ।
ডাটাআই এর মাধ্যমে ডাটা সেভ করার পদ্ধতি
প্রথমে অ্যাপটি ওপেন করুন। ওপেন করলে ওয়েলকাম মেসেজ দেখতে পাবেন। সামনে এগোতে নিচের CONTINUE বাটন টিতে ক্লিক করুন। এবার নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পারবেন।এখন দুইপাশে Off On লেখায় একটি বড়ো টোগল অপশন দেখতে পারবেন। সেটাতে ক্লিক করুন।
দেখবেন Access Data Usage পারমিশন চাচ্ছে। এই পারমিশন না দিলে অ্যাপ টি তার কাজ করতে পারবে না। পারমিশন দিতে Go To Usage Access Settings Page অপশনে ক্লিক করে ইউজেস অ্যাক্সেস সেটিংস পেজে চলে যান।
এখন DataEye অ্যাপ এর আইকন ও নাম দেখতে পারবেন তাতে ক্লিক করে Permit Usage Access অপশন টি অন করে দিন।
সাথে সাথে অটোমেটিক ভাবে DataEye অ্যাপটি ওপেন হবে এবং আপনি Congratulations দেখতে পারবেন। অর্থাৎ অ্যাপটি সক্রিয় হয়েছে।
এবার উপরে বাম পাশে More Option আইকনে ক্লিক করে DataEye সেটিংস আনুন এবং Block All এ ক্লিক করে সকল অ্যাপ কে ব্লক করে দিন।
এর ফলে আর কোনো অ্যাপ আপনার অনুমতি ছাড়া ১ এমবিও কাটতে পারবে না।
এখন আবার অ্যপ এর হোমে ফিরে এসে ডান পাশের Controls ট্যাব টিতে ক্লিক করুন। এবং এখান থেকে সেট করে দিন কোন কোন অ্যাপ কে আপনি ইন্টারনেট ব্যবহার এর সুযোগ দেবেন।
অ্যাপ এর আরো বিশেষ কিছু সুবিধা
কন্ট্রোলস থেকে আপনি যেসব অ্যাপ কে ইন্টারনেট ব্লক করে দিয়েছেন সে অ্যাপ গুলোর যদি ইন্টারনেট এর প্রয়োজন হয় তাহলে একটি পপআপ উইন্ডো ভেসে ওঠে। যেটা আমাকে সত্যিই চমৎকার লাগে।সেখানে আরো একটি অপশন পাবেন। তা হলো Access For Only 10 Minutes এর মাধ্যমে কোনো অ্যাপকে শুধুমাত্র ১০ মিনিট ইন্টারনেট ব্যবহার এর সুযোগ দেওয়া যায়।
যেসব অ্যাপে ইন্টারনেট সংযোগ বন্ধ করা হবে সুগুলো ইন্টারনেট চালু থাকলেও বিজ্ঞাপন দেখাতে সমর্থিত হবে না।
এই ছিল DataEye নিয়ে একটি ছোট্টো রিভিউ ও পোস্ট। DataEye ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (প্লে স্টোর)। আশাকরি পোস্টটি আপনার কাজে দিবে। ন্যানোব্লগ এর সকল আপডেট ফেসবুক এর মাধ্যমে পেতে ন্যানোব্লগ ফেসবুক পেজে লাইক দিন। ধন্যবাদ।
Post a Comment