গুগল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড ভুলে গেলে সেই অ্যাকাউন্ট টি উদ্ধার করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। ফেসবুকে আপনার পাসওয়ার্ড টি ভুলে গেলে “জাস্ট ফরগেট পাসওয়ার্ড এ গেলেন মোবাইল নাম্বার টাইপ করলেন একটা রিকভারি কোড আসল ব্যাস কাজ শেষ” কিন্তু গুগল অ্যাকাউন্ট গুলো এভাবে উদ্ধার করা যায় না।

আমি বেশকিছু পাসওয়ার্ড ভুলে যাওয়া গুগল অ্যাকাউন্ট দেখেছি যেগুলো রিকভারি করতে কোনো প্রকার রিকভারি কোড পাঠানোর ব্যবস্থাই ছিল না। ফল সরুপ আমি সেগুলো রিকভারি করতে সক্ষম হইনি। এবং সেগুলো কেবল মাত্র উক্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েই উদ্ধার করা যেত।

ফেসবুক এর মতো এমন ভাবে পাসওয়ার্ড রিকভারি করতে চাইলে অবশ্যই আগে একটি রিকভারি নাম্বার অ্যাড করে নিতে হয়।

যদিও একটি গুগল অ্যাকাউন্ট খুলতে মোবাইল নাম্বার এর প্রয়োজন পরে কিন্তু সেটা দিয়ে পাসওয়ার্ড রিকভারি করা যায় না। তার জন্য আলাদা কিছু সেটিংস ঠিক করে নিতে হয়।

তো, এই আর্টিকেলে আপনি জানতে চলেছেন কিভাবে আপনার গুগল অ্যাকাউন্টে রিকভারি নাম্বার অ্যাড করা হয়।

অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে চাইলে 
  • আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন। 
  • সেটিংস থেকে Google এ প্রবেশ করুন। 
  • এবার একাধিক গুগল অ্যাকাউন্ট থাকলে জিমেইল অ্যাড্রেসে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত গুগল অ্যাকাউন্ট টি সিলেক্ট করে নিন। 
  • এখন Manage Your Google Account এ ক্লিক করে অ্যাকাউন্ট সেটিংসে প্রবেশ করুন। 
  • এখন ডান দিকে Security ট্যাবে ক্লিক করুন। 
  • Keep Your Account Protected এর নিচে Get Started এ ক্লিক করুন। (এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্ট এর সিকিউরিটি যাচাই করে নিতে পারবেন।) 
  • এবার Sign In & Recovery তে ক্লিক করুন। এখানে আপনার গুগল অ্যাকাউন্ট এর রিকভারি অপশন গুলো দেখতে পারবেন। সচরাচর ৩ টা অপশন থাকে তবে কারো কারো কম  বেশিও হতে পারে। 
  • এবার মোবাইল নাম্বার যোগ করতে ডান পাশের Add বাটন টিতে ক্লিক করুন। 
  • এবার গুগল অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড চাইতে পারে সেটা দিন এবং Next বাটনে ক্লিক করুন। 
  • এবার নাম্বার অ্যাড করার পালা। বাম পাশ থেকে কান্ট্রি সিলেক্ট করুন। এবং ডান দিকের ইনপুট বক্সটিতে মোবাইল নাম্বার টাইপ করুন। 
  • এবার আপনার সিমে একটি কোড যাবে সেটা ব্যবহার করে নাম্বারটি ভেরিফাই করে নিন। 
  • একই ভাবে রিকভারি ইমেইল অ্যাড করে নিন। 

ব্রাউজার থেকে করতে চাইলে ব্রাউজারে সার্চ করুন Google Account Settings এবার আপনি যে অ্যাকাউন্টে এই কাজটি করতে চান সেটা লগিন করে নিন এবং উপরের প্রথম ৪ টি স্টেপ বাদ দিয়ে বাকি সব কিছু একই।

রিকভারি নাম্বার ও ইমেইল অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাক্তিগত গুলোই ব্যবহার করুন। কারন এগুলো ব্যবহার করে যে কেউ আপনার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করে নিতে পারে।

আশা করি বুঝতে পেরেছেন, এর পরেও না বুঝলে নিচে কমেন্ট করুন। ন্যানোব্লগ নিয়মিত ভিজিট করুন এবং ন্যানোব্লগ এর সকল আপডেট ফেসবুক এর মাধ্যমে পেতে ন্যানোব্লগ ফেসবুক পেজে লাইক দিন। 

Post a Comment

Previous Post Next Post