ব্লগিং করার জন্য ব্লগার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। যেখানে মানুষ ফ্রীতে ব্লগ খুলে ব্লগিং করতে পারে। ব্লগারের পোস্ট এডিটরে পোস্ট লেখার বা পাবলিশ করার জন্য বিভিন্ন টুল দেওয়া থাকে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পারমালিংক। পারমালিংক হলো কোন পোস্ট এর জন্য প্রদত্ত লিংক। যার দ্বারা ব্লগ পোস্ট গুলো ওপেন হয়। ব্লগারে কোনো পোস্ট পাবলিশ করার পরে সেটার পর্মালিনক পরিবর্তন করা অনেক মুশকিল হলে যায়। আসলে পারমালিংক পরিবর্তন করাই যায় না। এই পোস্টে আপনি জানতে পারবেন কিভাবে কোন পোস্ট এর পারমালিনক চেঞ্জ করা যায় তার সাথে আরো জানানো হবে কিভাবে কোনো পোস্ট এর তারিখ চেঞ্জ করা যায়।
ব্লগার পোস্ট এর পারমালিংক চেঞ্জ
ব্লগারের কোনো পোস্ট এর পারমালিংক পরিবর্তন করতে চাইলে আগে যেকোন ব্রাউজার থেকে ব্লগারে লগিন করে ড্যাসবোর্ডে প্রবেশ করুন।
ড্যাসবোর্ড আসলেই সেখানে আপনার লেখা সকল পোস্ট গুলো দেখতে পারবেন। এবার আপনি যে পোস্ট এর পারমালিংক পরিবর্তন করতে চান সেটার পাশে থাকা থ্রি-ডট মেনুতে ক্লিক করে Unpublish অপশনে ক্লিক করুন, পোস্ট আনপাবলিশ হয়ে গেলে সেটাতে (মানে উক্ত পোস্ট এর টাইটেলে) ক্লিক করুন।
টাইটেলে ক্লিক করার পরে পরেই পোস্ট এডিটর আসবে, এখান থেকেই আমরা পারমালিংক পরিবর্তন করতে পারবো। তো, এখন পারমালিংক পরিবর্তন করতে সেটিংস আইকন টিকে ক্লিক করুন। আরো ভালো ভাবে বুঝতে স্ক্রিনশট দেখুন।
সেটিংসে ক্লিক করার পরে সেটিংস অপশন গুলো আসবে এবার সেখানে থাকা Permalink অপশনে ক্লিক করুন এবং Custom Permalink অপশনে ক্লিক করুন এরপর প্রয়োজন মতো পারমালিংক পরিবর্তন করে নিন এবং পোস্ট পাবলিশ করে দিন।
ব্লগার পোস্ট এর তারিখ পরিবর্তন
ব্লগার পোস্ট এর তারিখ পরিবর্তন করার আগে জেনে নিন এতে লাভ কি। যেমন মনে করুন এক বছর আগে আপনি কোন পোস্ট লিখেছেন যেটা বর্তমানে আপনার সাইটের লেটেস্ট পোস্ট গুলো থেকে অনেক দুরে চলে গেছে। এখন আপনি চাচ্ছেন সেই এক বছর আগের পোস্ট টি আবার লেটেস্ট পোস্ট এর প্রথমে নিয়ে আসবেন। এক্ষেত্রে আপনাকে সেই পোস্ট এর তারিখ পরিবর্তন করে বর্তমানের তারিখ দিতে হবে। যার ফলে সেই পোস্ট আবার সামনে চলে আসবে।
এই কাজ করার জন্য আবার আগের মতো করে, আপনি যে পোস্ট টি সামনে আনতে চান সেটা আনপাবলিশ করুন। এবার উক্ত পোস্ট এর এডিটরে যান।
পোস্ট এর এডিটর থেকে সেটিংসে ক্লিক করুন সেখান থেকে টাইম এ্যান্ড ডেট এ ক্লিক করুন এবং Set Time And Date সিলেক্ট করুন। এবার এখানে ডেট এবং টাইম এর অপশন দেখতে পারবেন।
এবার সেখানে থাকা ক্যালেন্ডার থেকে বা ডেট ইনপুট বক্স থেকে বর্তমান তারিখ দিয়ে দিন আর টাইম থেকে বর্তমান টাইম সিলেক্ট সিলেক্ট করুন।
এবার পোস্ট টি পাবলিশ করে দিন ব্যাস! এবার ওয়েবসাইট ভিজিট করে দেখুন পোস্ট সামনে চলে এসেছে।
আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই পোস্ট এর ইতি এখানেই টানছি। আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। আর আমাদের ফেসবুক পেজেও লাইক দিতে ভুলবেন না। বাই।
Post a Comment