গুগল অ্যাকাউন্ট আমাদের অনেক প্রয়োজনীয়। যেটাতে আমাদের দরকারি সকল ডেটা সেভ হতে থাকে। যেমন গুগল ফটোস সার্ভিসে বিভিন্ন ফটো সেভ থাকে। গুগল ড্রাইভে বিভিন্ন ফাইল থাকে। তাছাড়াও গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা বিভিন্ন ওয়েবসাইটে সাইন আপ করে থাকি। আর ইমেইল অ্যাড্রেস হিসেবে সেখানে অনেক দরকারি ইমেইল আসে। আপনি যদি কোনো ভাবে আপনার গুগল অ্যাকাউন্ট ডিলেট করে ফেলেন এবং পরে যদি মনে করেন আপনার একাউন্টে দরকারি ডেটা সেভ করা আছে তবে আপনি একাউন্ট রিকোভার করে সেই ডেটাগুলো ফিরে পেতে পারেন।
গুগল একাউন্ট ডিলেট করার পরে খুব অল্প সময় থাকে, যে সময়ের মধ্যে চাইলেই কোনো ডিলেট করা একাউন্ট ফিরিয়ে আনা যায়। আমাদের পূর্বের পোস্টে বলা হযেছিলো "কিভাবে গুগল একাউন্ট ডিলেট করা যায়"।
কিভাবে ডিলেট করা গুগল একাউন্ট ফিরিয়ে আনবেন
আগেই বলেছি গুগল একাউন্ট ডিলেট করলে হতে খুব কম সময় থাকে তা ফিরিয়ে আনার জন্য। তাই আপনি যদি সেটা করতে চান তবে দেরি না করে জলদি ক্রোম ব্রউজার ওপেন করুন। এবং এড্রেসবারে https://accounts.google.com/signin/recovery এই অ্যাড্রেস টি লিখুন অথবা সেই লিঙ্ক টিতে ক্লিক করুন।
লিঙ্ক টি ওপেন হলে গেলে Account Recovery নামের একটি পেজ আসবে তখন ইনপুট বক্স টিতে আপনার সদ্য ডিলেট করা গুগল একাউন্ট এর ইমেইল অ্যাড্রেস টি লিখুন। তারপর নেক্সট বাটনে ক্লিক করুন।
পরবর্তী স্টেপে বলা হবে এই একাউন্ট টি সদ্য ডিলেট করা হয়েছে এবং সম্ভবত রিকোভার যোগ্য। আপনি তখন আবার নেক্সট ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যান।
এই স্টেপে ডিলেট করা একাউন্ট এর পাসওয়ার্ড টি দিন এবং আবারো নেক্সট বাটনে ক্লিক করুন।
এবার Success! মেসেজ আসার মাধ্যমে আপনি আপনার গুগল একাউন্ট টি ডিলেট হওয়ার হাত থেকে বাঁচাতে সফল হবেন।
তো আর কি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমাদের ব্লগের সাথেই থাকবেন। আর আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ টাতে লাইক দিতে ভুলবেন না। বাই।
অনেক অনেক ধন্যবাদ
ReplyDeletePost a Comment